বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, শনাক্ত ২৭

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৯:১৮

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য দুই এক শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬০৯ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।

 

 
 
ইত্তেফাক/আইএ

এ সম্পর্কিত আরও পড়ুন