মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অর্থ আত্মসাৎ মামলায় মাহবুব হাসান জুয়েলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭

এনবিএম এগ্রো ফুড, এনবিএম ওয়ার্ল্ড ও এনবিএম হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের নামে ১২ লাখ টাকা আত্মসাৎ মামলায় গ্রেপ্তার মাহবুব হাসান জুয়েলকে (৪৯) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিএমএম কোর্টের বিচারক ফারাহ দিবা ছন্দার আদালতে মাহবুব হাসান জুয়েলকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মাহবুব হাসান জুয়েল রাজধানীর সবুজবাগ থানার বাসিন্দা। তিনি মতিঝিলের কাসেম সেন্টার অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ব্যবসা করছিলেন। তার বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৩৩) এ আত্মসাৎ মামলা করেন। 

এর আগে রাজধানীর মতিঝিল থানায় টাকা আত্মসাতে অভিযোগে করা মামলায় গত ১৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। প্রায় ১ বছর আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। 

ইত্তেফাক/এএএম