সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আগুনে পুড়ল খিলক্ষেত কাঁচাবাজার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫

রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে কয়েকটি দোকান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে খিলক্ষেত কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কয়েকটি ভাঙারি ও চায়ের দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পুরো বিবরণ এখনো জানা যায়নি। 

ইত্তেফাক/কেকে