বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৪০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে কয়েকটি আবাসিক এলাকায় ইসরাইয়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও শতাধিক আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ওই হামলা হয়।

এদিকে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। ফলে বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, নিহত কয়েকজনের লাশ আল-আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ইসরায়েলি অভিযানের ফলে আশেপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতাল এখন হাজার হাজার আহত, অসুস্থ ও বাস্তুচ্যুত লোকে ঠাসা।

ইত্তেফাক/একেএম/কেকে