কানাডায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোস্থ স্থায়ী শহীদ মিনারে অনেক দেশি-বিদেশিরা এসে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে, কানাডার ম্যানিটোবার স্থায়ী শহীদ মিনারে ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করে।
এছাড়া অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যাংকুভার, সাস কাচুয়ান থেকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসও মর্যাদার সঙ্গে দিনটি পালন করে।
২৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটির মাধ্যমে এ বারের শহীদ দিবসে কয়েক হাজার লোকের সমাবেশ হয়। অন্টারিও পার্লামেন্টের সংসদ সদস্য ডলি বেগমসহ আরও কয়েকজন সংসদ সদস্য, কাউন্সিলর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছিল এই কানাডার ভ্যাংকুভার থেকে।