কুড়িগ্রামে ট্রাকচাপায় সাদমান সাদিক (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে হিমু নামের আরেক শিক্ষার্থী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কুড়িগ্রামের ট্যানারি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে এবং কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সন্ধ্যার দিকে বন্ধু হিমুকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল সাদমান। শহরের ট্যানারিপাড়া এলাকায় পৌঁছালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা আরোহী দুই কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।