সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আইপিএলেও খেলতে পারছেন না শামি!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এই পেসার। আসন্ন আইপিএলেও তার খেলার সম্ভাবনা খুব ক্ষীণ।

বিশ্বকাপের ভারত বেশ কিছু সিরিজ খেললেও মাঠে শামি আছেন পুনর্বাসনে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ত্রোপচার করাতে পারেন তিনি। অস্ত্রোপচার করাতে হলে আরও অন্তত দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকবেন ৩৩ বছর বয়সী পেসার। 

এবারের আইপিএলের পর্দা উঠবে ২২ মার্চ আর পর্দা নামবে ২৬ মে। অর্থাৎ এই সময়ে অস্ত্রোপচারে গেলে শামির আইপিএল খেলার সম্ভাবনা আর নেই। শামি আইপিএলে না খেললে বিশাল ধাক্কা খাবে গুজরাট টাইটান্স। দলটির পেস আক্রমণের মূল ভরসা তিনি।

ইত্তেফাক/জেডএইচ