বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

লালমনিরহাটে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯

লালমনিরহাটে ট্রাকচাপায় আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাংঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে লালমনিরহাট পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে একজনের মোটরসাইকেলে মাদ্রাসার দিকে যাচ্ছিল আব্দুল্লাহ। তাদের মোটরসাইকেল পুলিশ লাইনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা রংপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। 

লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

ইত্তেফাক/পিও