বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

মোহামেডান হকি দলে বিশ্বকাপের খেলোয়াড়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫১

ক্লাব হকিতে খেলার জন্য মোহামেডান শক্তিশালী খেলোয়াড় ঢাকায় এনেছে। গতকালই তিন জন খেলোয়াড় ক্লাবে এসে পৌঁছেছেন। এদের মধ্যে নিউজিল্যান্ডের এক জন, অস্ট্রেলিয়ার এক জন এবং নেদারল্যান্ডসের এক জন। গতকাল বিকালে তিন খেলোয়াড়কে ক্লাব টেন্টে জার্সি তুলে দিয়েছেন হকির ম্যানেজার আরিফুল হক প্রিন্স, কোচ শহিদুল্লাহ টিটু, জাতীয় দলের সাবেক গোলরক্ষক রাসেল খান বাপ্পী। 

মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জানিয়েছেন যারা এসেছেন তারা খেলতে পারবেন। নিউজিল্যান্ডের ডিফেন্ডার এবং অস্ট্রেলিয়ান মিডফিল্ডার, দুজনে বিশ্বকাপে খেলেছেন, আর নেদারল্যান্ডসের ফরোয়ার্ড জুনিয়র বিশ্বকাপে খেলেছেন বলে জানালেন জিমি। আজ বিকাল ৪টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকির গ্রুপ পর্বের খেলায় মোহামেডান খেলবে মেরিনার ইয়াংসের বিপক্ষে। জিমি বললেন, ‘আজকের ম্যাচে খেলতে পারবেন বিদেশি খেলোয়াড়রা।’ 

লিগের আগে বিদেশিদের পরখ করে নেওয়ার সুযোগ আছে। তাই দেখছেন মোহামেডান কর্মকর্তারা। খেলোয়াড়দের রেজিস্ট্রেশনেও কোনো ঝামেলা নেই। কোটা ছয়টা, খেলাতে পারবে চার জন। মোহামেডান চাইছে যদি বিদেশিরা ভালো করতে পারে, তাহলে লিগের জন্য তাদের দুয়ার খোলা। আগের বার আর্জেন্টিনার খেলোয়াড় এনেছিল মোহামেডান। ক্লাব কাপ হকিতে আজ দুটি খেলা। এই দুই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। চার দলই সেমিফাইনালে উঠে গেছে। ক্লাব কাপ হকি :মোহামেডান-মেরিনার। আবাহনী-উষা। বিকাল ৪টা ৬টা, হকি স্টেডিয়াম।

ইত্তেফাক/জেডএইচ