টানা আট বছর ধরে জাপানে শিশু জন্মহার কমছে। মঙ্গলবার জাপানের সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মহার ৫ দশমিক ১ শতাংশ কমেছে। ঐ বছর এই সংখ্যা ছিল ৭ লাখ ৫৮ হাজার ৬৩১। একই সময় জাপানে বিয়ের হারও কমেছে। দেশটিতে বিয়ের হার ৫ দশমিক ৯ শতাংশ কমে ৪ লাখ ৮৯ হাজার ২৮১-তে দাঁড়িয়েছে।
২০২৩ সালে বিয়ের সংখ্যা প্রথমবারের মতো ৫ লাখের নিচে দাঁড়িয়েছে। বিয়ে হ্রাসের এই হার দেশটিতে আগামী বছরগুলোতে জন্মহার হ্রাসের আরো বড় ইঙ্গিত। কারণ জাপানে বিবাহবর্হিভূত সন্তান জন্মদানের ঘটনা বিরল।