শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বেইলি রোডের আগুন

সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৬:৪৩

রাজধানী ঢাকার বেইলি রোডের আগুনে পুড়ে জিহাদ শিকদারের মৃত্যুতে গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার।

শুক্রবার (০১ মার্চ) দুপুরে নিহতের লাশ উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নিহত জিহাদ শিকদার (১৯) আলিমাবাদ গ্রামের জাকির সিকদারের ছেলে।

স্বজনরা জানায়, পরিবারের হাল ধরতে ৩ বছর আগে রাজধানী ঢাকার বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। পরে মাসের থেকে জিহাদের বেতন দিয়ে চলতো সংসার। জিহাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত জিহাদের ছোটভাই রিয়াদ জানান, কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো জিহাদ। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হওয়ায়ায় সে থাকে তার স্বামীর বাড়িতে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে, সবসময় পাশে থাকবে প্রশাসন। 

ইত্তেফাক/এবি

এ সম্পর্কিত আরও পড়ুন