রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শৈলকূপায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫:৫১

ঝিনাইদহের শৈলকূপায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম উপজেলার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকূপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করে পার্শ্ববর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। ভুক্তভোগী পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকূপা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামী তরিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ইত্তেফাক/এএইচপি