শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাগদান অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৩:০১

অস্ট্রেলিয়ায় নিজের বাগদান অনুষ্ঠানে মারা গেছেন এক ব্রিটিশ নাগরিক। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় (ডব্লিউএ) বাগদান অনুষ্ঠান উদযাপনের সময় পড়ে গিয়ে ঘাড়ের একটি ক্যারোটিড ধমনী কেটে যায় লিয়াম ট্রিমার (২৯) নামের ওই ব্যক্তির। এতে মারা যান তিনি। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারামেডিক দল পৌঁছানোর আগেই মারা যান লিয়াম। প্রিয়জনরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন। 

লিয়াম পুলিশ অফিসার হওয়ার জন্য যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। পুলিশ বাহিনীতে যোগদানের জন্য ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হয়েছিলেন তিনি।

তার সহকর্মীরা বলেন, সিনিয়র কনস্টেবল লিয়াম একজন অসাধারণ কর্মকর্তা ছিলেন। তিনি সবসময় তার কমিউনিটিকে সাহায্য করতে পছন্দ করতেন। 

মৃত্যু বা পড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞ মৃতদেহ পরীক্ষা করার পর বিস্তারিত জানা যাবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পার্থে তাদের কর্মীরা ডব্লিউএ পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। 

২০১৭ সালে একাডেমিক প্রশিক্ষণ শেষ করে পার্থ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে কালগোর্লিতে চলে যান লিয়াম। সেখানে তিনি পুলিশ গ্যাং ক্রাইম এবং কৌশলগত প্রতিক্রিয়া ইউনিটে কাজ করেন।

যুক্তরাজ্যের অন্যান্য তরুণ নাগরিকদের ডব্লিউএতে স্থানান্তরিত হতে উৎসাহিত করায় স্থানীয় গণমাধ্যম তাকে পুলিশের একজন পোস্টার বয় হিসেবে বর্ণনা করেছে।

ইত্তেফাক/এনএন