শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অবন্তিকার মৃত্যু: তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য তথ্য-প্রমাণাদি চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেনের আদেশে সোমবার (১৮ মার্চ) কমিটির সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসের সই করা এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠ তদন্তের স্বার্থে প্রকৃত ঘটনার বিষয়ে তথ্য ও উপযুক্ত প্রমাণাদি প্রয়োজন।

কারও কাছে কোনো তথ্য ও উপযুক্ত প্রমাণাদি থাকলে তা আগামী ২০ মার্চের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কাছে জমা দিয়ে তদন্তকাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

ইত্তেফাক/এসকে