বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২২:২০

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রাক ও একটি যাত্রীবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানার উত্তর কোতাবাতো প্রদেশের এন্টিপাস পৌরসভার  প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্যামুয়েল লুমায়ন এএফপিকে জানান, ঘটনাস্থল থেকে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতরভাবে আহত অনেকে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/এসএটি