বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্যের মৃত্যু 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:৪০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাকমারকুল অংশে মালবাহী ট্রাকচাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) বিকালে রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী। 

নিহত আতিকুর রহমান (২৯) রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন। 

রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী বলেন, বন্ধুরা মিলে বাইকে ভ্রমণে কক্সবাজার আসে। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন আতিকদের মোটরসাইকেলে থাকা দুজন। হাসপাতালে নেওয়ার পর মারা যান সৈনিক আতিক। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ইত্তেফাক/পিও