বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১২:৩০

নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত আল-আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
 
জানা গেছে, ঈদকে সামনে রেখে সোমবার রাতে ৭ থেকে ৮ জনের এক দল বাংলাদেশি গরু ব্যবসায়ী নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে যান। গরু নিয়ে মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা পালিয়ে নীতপুর সীমান্ত বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফের সদস্যরা আল-আমিনের লাশ নিয়ে যায়।

বিজিবি-১৬ (নওগাঁ) এর অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরে ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নে একটি পত্র পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/পিও