বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তানে আত্মঘাতী হামলা, পাঁচ চীনা নাগরিকসহ নিহত ৬

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:৫০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সাংলা জেলার বেসাম শহরে আত্মঘাতী হামলায় পাঁচ চীনা প্রকৌশলীসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) এ ঘটনা ঘটে। মালাকান্দের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউজের।

ডিআইজি বলেন, হামলাকারীরা তাদের বিস্ফোরকভর্তি গাড়িটি চীনা নাগরিকদের গাড়িতে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। হামলায় গাড়িচালক আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত চীনা নাগরিকরা রাজধানী ইসলামাবাদ থেকে পাখতুনখাওয়ার দাসু এলাকায় যাচ্ছিলেন। 

ঘটনার পর নিরাপত্তা বাহিনীর বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। সন্দেহভাজনদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন তারা।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

বিলাওয়াল চীনা সরকারের প্রতি সমবেদনা জানিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষকে হামলায় অভিযুক্ত অপরাধীদের এবং এতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এনএন