বর্তমানে বাজে সময় পার করছেন লিটন দাস। ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ লিটন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু এক শট খেলে আউট হয়ে সমালোচনার শিকার হন তিনি। তবুও শেষ টেস্টে লিটনকে নিয়ে আশাবাদী বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। টেস্ট শুরুর আগের দিন শুক্রবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় লিটনকে নিয়ে পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তার ওপর ঝাঁপিয়ে পড়ি, আমরা যদি ভুলে যাই যে ছেলেটা খুব দক্ষ ক্রিকেটার এবং তাকে টেলিভিশনে দেখানো হচ্ছে, মনে রাখতে হবে তারাও মানুষ। যদি আমরা তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার অনুমতি দিই, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সে আপনাকে ফলাফল দেখাবে।’