‘ডেইলি ইত্তেফাক’ ইউটিউব চ্যানেল ‘সিলভার প্লে’ বাটন অর্জন করেছেন। এর আগে গত ৮ জুলাই ‘ইত্তেফাক ডিজিটাল’ ইউটিউব চ্যানেল ‘সিলভার প্লে’ বাটন অর্জন করে। এটি হলো ইত্তেফাকের অফিসিয়ালি দ্বিতীয় সিলভার প্লে বাটন অর্জন।
সেটিকে স্মরণীয় করে রাখতে ইত্তেফাক অফিসে শনিবার (৩০ মার্চ) বিকালে ইত্তেফাক ডিজিটাল পরিবার ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করে। বর্তমানে ‘ডেইলি ইত্তেফাক’ ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১০ লাখ ৭৭ হাজার। তবে ইতিমধ্যেই চ্যানেলটি গোল্ডেন বাটন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন সিলভার প্লে বাটন আনবক্সিং করেন। পাশাপাশি কেক কাটেন এবং কর্মীদের উদ্দেশে আরও দর্শক ও পাঠকপ্রিয়তা অর্জনের জন্য কাজ করার দিক-নির্দেশনা দেন তিনি। এটি ইত্তেফাক ডিজিটালের ২য় সিলভার প্লে বাটন।
এ সময় ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, ইত্তেফাক ডিজিটালের বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হকসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।