বরিশালের হিজলায় একটি জালের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে বিপুল অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বুধবার ভোরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় লক্ষ্মীপুরে মৎস্য অধিদপ্তর, র্যাব-৮ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালায়। জালের দোকান ও গোডাউন থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অপরদিকে মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী নদীতে মত্স্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি পাই জাল ও কয়েকটি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। মুলাদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।