মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টিকিট কালোবাজারি এখন আর নেই: রেলমন্ত্রী 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:০০

রেলমন্ত্রী জিল্লুল হাকিম দাবি করেছেন, রেলের টিকিট কালোবাজারি এখন আর নেই। আসন্ন ঈদ যাত্রায় ট্রেনযাত্রীদের ভোগান্তি কমাতে যে ব‍্যবস্থাগুলো নেওয়া হয়েছে—এর থেকে ভালো ব‍্যবস্থা হতে পারে না।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল‍্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা শুরু হয়েছে। শান্তিতেই মানুষ বাড়িতে যাচ্ছেন। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালো ব্যবস্থাপনা রেখেছি। এর থেকে আর ভালো ব্যবস্থাপনা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এবার টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি। আশা করি, ট্রেন যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাবে।’

এসময় তিনি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তঃনগর এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত শাটল ট্রেন চালু করা হবে। 

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ। এবার ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ এপ্রিল। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।   

ইত্তেফাক/ডিডি