২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি দেশসেরা এই ওপেনার। ফের তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। গতকাল জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’