বঙ্গবন্ধু সেতুতে একদিনে পার হয়েছে প্রায় ৪৮ হাজার যানবাহন। এতে করে বছরের সর্বোচ্চ টোল আদায় হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিনগুন বেশি। এদিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি।
বুধবার (১০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩৩ হাজার ১৩১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৬২৪টি গাড়ি চলাচল করেছে।
এদিন ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা আদায় হওয়া টোলের মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল বলেন, ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এটি এযাবৎকালের তৃতীয় । সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত কোরবানি ঈদে ৩ কোটি ৬০ লাখ টাকারও বেশি।