শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ঐতিহ্যবাহী রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:৫২

লক্ষ্মীপুর জেলা সদরের চররুহিতায় অবস্থিত প্রায় ছয় দশকের পুরনো ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৩ এপ্রিল)। ‘রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত পাঁচ শতাধিক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি দলমত নির্বিশেষে মিলনমেলায় পরিণত হয়। 

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে মিলিত হতে পেরে তারা আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে রাশেদুল আমিন সুমন ও রিয়াজুল ইসলাম সুমন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহম্মদ আবু আব্দুল্লাহ জাহিদ, সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া, চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক শহীদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, বিএনপি নেতা শাহীন কাদের চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন, ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন, বাহার উদ্দিন, এডভোকেট মাহমুদুল হক সুজন, জাপানে জিকেই ইউনিভার্সিটি অব মেডিসিন এর রিসার্স ফেলো কমল কান্ত সরকার প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি