শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

শিবচরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:৫০

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

জানা গেছে, আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন রান্নাঘর থেকে বসতঘরে যাচ্ছিলেন। এ সময় উঠানোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান শারমীন। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

ইত্তেফাক/পিও