বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ভেড়ামারায় আগুনে পুড়ল ৬০ বিঘা জমির পানের বরজ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৯:০৯

কুষ্টিয়ার ভেড়ামারায় পান বরজে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির খুশির পাড়া গ্রামের পানের বরজে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর উপজেলার ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুনে অর্ধশতাধিক পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন চাষিরা।  

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আইয়ুব হোসেন বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা চলছে। 

কিছুদিন আগেও কুষ্টিয়ার ভেড়ামারায় পান বরজে আগুন লাগার ঘটনা ঘটে। 

ইত্তেফাক/ডিডি