সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

তীব্র তাপদাহ

অনির্দিষ্ট সময়ের জন্য ঢাবির ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে 

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪:১৭

দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরম আবহাওয়ায় দিশেহারা জনসাধারণ। তীব্র তাপদাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যথারীতি পরীক্ষাসমূহ চলমান থাকবে। রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ)-এর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে। 

এছাড়াও হলে ও বাসায় থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়, সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা;বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা  এছাড়াও তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ইত্তেফাক/এআই