শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিদ্যুৎ বিভাগ

প্রথমবারের মতো দেশে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াট ছাড়ালো

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০১

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সোমবার রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল গত বছরের ১৯ এপ্রিল  ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট।

ইত্তেফাক/এমএএম