মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) রাতে ঢাকার শাজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই মিজানুর রহমান। 

গ্রেফপ্তার নজরুল ইসলাম কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মান্নান বেপারীর ছেলে। 

কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‌‘ঢাকার রমনা থানায় করা একটি মাদক মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আমাদের এই থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসার কারণে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

ইত্তেফাক/ডিডি