সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:০৪

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘ঈদ স্পেশাল-৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী জানান, এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। 

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ৭টায় ‘ঈদ স্পেশাল-৯’ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। এটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশন পার হতেই ট্রেনের শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ১১টি বগি ছিল। 

বগি লাইনচ্যুত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, গরমসহ নানা কারণে লাইনের অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ইত্তেফাক/ডিডি