সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বৃষ্টি কামনায় বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩২

অনাবৃষ্টি থেকে মুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শত শত মুসল্লি এই নামাজে অংশ নেন। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

অনাবৃষ্টি থেকে মুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ। ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পর করা বিশেষ মোনাজাতে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।

এদিকে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আজ ফের নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে