শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

রুক্ষ চুলের সহজ সমাধান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২২:৫৫

ঝলমলে স্বাস্থ্যকর চুল তো পেতে চান সবাই। কিন্তু এই প্রচণ্ড গরমে সারাক্ষণ ঘামছে মাথার ত্বক। মাথার ত্বক পরিষ্কার করতে তাই দ্বারস্থ হতে হচ্ছে শ্যাম্পুর। এতে চুল পরিষ্কার হলেও হয়ে উঠছে রুক্ষ। শখের চুল চট করে ছোট করে ফেলাও তো সম্ভব হয়ে ওঠে না। তাহলে উপায়? চুলের রুক্ষতা দুর করার রয়েছে সহজ উপায়। বাড়িতে থাকা সহজ তিনটি উপাদানেই এই সমস্যার সমাধান করা সম্ভব। 

কলা, মধু ও অলিভ অয়েল কমবেশি আমাদের সবার বাড়িতেই থাকে। এই তিন উপাদান মিলিয়ে তৈরি প্যাক সপ্তাহে দুই তিনদিন মাখলে পাবেন আপনার সমস্যার সমাধান। চলুন জেনে নেই কিকরে তৈরি করবেন এই প্যাক: 

ব্লেন্ডারে একটি পাকা কলা দিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার হেয়ার প্যাক।

এই প্যাক মাখার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। খেয়াল রাখবেন চুলে যেন কোনও জট না থাকে। এবারে পুরো চুলে এই মিশ্রণ মেখে রাখুন আধঘণ্টা। তবে যাদের মাথার ত্বক খুব তৈলাক্ত, তারা শুধু চুলের নীচের দিকে এই মিশ্রণটি মাখুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে পাবেন আপনার কাঙ্ক্ষিত সুন্দর ঝলমলে চুল। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন