বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা, গলায় ফাঁস দিলেন স্ত্রী

আপডেট : ০১ মে ২০২৪, ১৭:১১

রাজধানীর লালবাগে সানজিদা (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ শাহীদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরহেদ উদ্ধার করা হয়। 

ডিএমপির লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সানজিদা শরীয়তপুরের নুর ইসলামের মেয়ে। স্বামী মো. শামীমের সঙ্গে ঢাকায় থাকতেন। শামীম ঠিকমত কাজে যায় না, নেশা করে। এসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। মৃত্যুর দিনেও তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে রাত দেড়টার দিকে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সানজিদা। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। 

ইত্তেফাক/ডিডি