ক্লাব ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে সামনে ট্রেবল জয়ের হাতছানি। সত্যই পিএসজি ট্রেবল জিতছে? সব জল্পনা-কল্পনা থমকে আছে কেবল একটি জায়গাতেই। যে জায়গার জন্য নাসের আল খেলাইফি দলে টেনেছিলেন রথী-মহারথীদের। বাতাসে উড়িয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। কিন্তু ফল আসেনি।
এবার সেই জায়গার সামনে আবারও ফরাসি ক্লাবটি। জায়গাটি সম্পর্কে সকলেই জানেন, ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে কি উঠতে পারবে পিএসজি? নাকি এবারও ফিরে আসতে হবে খালি হাতে? সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হবে কঠিন পরীক্ষা। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে আছে ডর্টমুন্ড। এবার ফরাসিদের সেই গোল শোধ করে তুলে নিতে হবে জয়। তাতে জয় পেলেও ব্যবধান হতে হবে ২ গোলের।