নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপসিল অনুযায়ী জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল বুধবার এই আদেশ দেন।
সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ ঝিনাইদহ-১ শূন্য আসনের নির্বাচনের ঘোষিত তপসিল স্থগিত করে দেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে দুটি আবেদন করে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট আনিসুর রহমান। আবেদন দুটির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরসেদ ও অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি শুনানি করেন। আগামী ৫ জুন ঝিনাইদহ-১ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নায়েব আলীর নাম ঘোষণা করেছে দলটি।