শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন এমবাপ্পে

আপডেট : ১১ মে ২০২৪, ০৪:০৩

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন, সেটা নিশ্চিতই ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিজেই নিশ্চিত করেছেন, তার পিএসজি ছাড়ার বিষয়টি।

ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’

পিএসজি ছাড়লেও এমবাপ্পে তার পরবর্তী গন্তব্য নিয়ে কিছু জানাননি ভিডিওতে। ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। অ্যাসিস্ট করেছেন ১০৮টি।

চলতি মৌসুমে পিএসজি লিগ শিরোপা জিতেছে। যা গেল ১২ মৌসুমে তাদের দশম শিরোপা।

ইত্তেফাক/এসটিএম