শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নেতানিয়াহুকে হিটলার বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৩০

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বেশ কিছুদিন ধরে। তার জের ধরে এবার নেতানিয়াহুকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন তিনি। তিনি বলেছেন, নাৎসি বাহিনী যেমন লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল, তেমনি নেতানিয়াহু নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। খবর আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেট্রো লিখেছেন, ‘জনাব নেতানিয়াহু, আপনি ইতিহাসে গণহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। হাজার হাজার নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর বোমা ফেলা আপনাকে নায়ক বানায় না।’

একই পোষ্টে তিনি আরও লিখেন, যারা (হিটলারের নাৎসি বাহিনী) ইউরোপে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে তাদের সাথে আপনার নামও থাকবে। গণহত্যা গণহত্যা-ই, সেটা যেই ধর্মের মানুষই হোক না কেন। এমন গণহত্যা বন্ধ করুন।

এর আগে গাজায় ফিলিস্তিনিদের হত্যার অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন পেট্রো। জবাবে নেতানিয়াহু পেট্রোকে হামাসের ইহুদি-বিরোধী সমর্থক বলে অভিহিত করেন।

 

 

ইত্তেফাক/এনএন