বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পুলিশ সার্জেন্টের বিচক্ষণতায় হারানো শিশুকে ফিরে পেলো তার পরিবার

আপডেট : ১২ মে ২০২৪, ২০:৪৬

পুলিশের সার্জেন্ট জোবায়েদ হোসেনের দূরদর্শিতা ও বিচক্ষণতায় হারানো সন্তানকে ফিরে পেয়েছে তার পরিবার। আজ রোববার (১২ মে) দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রামপুরা ট্রাফিক জোনের আওতাধীন রামপুরা ব্রিজ এলাকায় দায়িত্বরত অবস্থায় সার্জেন্ট জোবায়েদ হোসেন স্কুল ড্রেস পড়ুয়া একটি শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে শিশুটিকে পুলিশ বক্সে নিয়ে আসেন। শিশুটি জানায়, তার নাম সাঈদ (৫)। কিন্তু ঠিকানা বলতে পারে না। 

সার্জেন্ট জোবায়েদ হোসেন স্কুল ব্যাগে লেখা স্কুলের নাম দেখতে পেয়ে সেখানে যোগাযোগ করেন। পরে স্কুল কর্তৃপক্ষ থেকে শিশুটির বাবার মোবাইল নম্বর নিয়ে ফোন করেন। এরপর শিশুটির বাবা-মা আসার পর সেখানে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়। 

ট্রাফিক পুলিশের এই মহানুভবতা দেখে শিশুটির বাবা-মা ও স্কুল কর্তৃপক্ষ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।   

ইত্তেফাক/ডিডি