সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ছাগল উদ্ধারের সময় সেপটিক ট্যাংকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৩২

সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। নুর আমিন (২০) নামে এক কলেজশিক্ষার্থী ছাগলটি উদ্ধারের চেষ্টা করলে পা পিছলে ট্যাংকে পড়ে যায় সেও, পরে তার মৃত্যু হয়।

লালমনিরহাটের হাতীবান্ধায় মঙ্গলবার (১৪ মে) এ ঘটনা ঘটে। নুর আমিন উপজেলার পূর্ব সারডুবি এলাকার মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। ছাগল উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যায়। তা দেখে নুর আমিনকে উদ্ধার করতে তার দুলাভাই জাহিদুল এগিয়ে গেলে তিনিও পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুর আমিনের মৃত্যু হয়।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকে পড়ে নুর আমিন নামের একজনের মৃত্যু হয়েছে এবং জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসজেড