শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ১৬ মে ২০২৪, ১৪:২৭

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের জাবালিয়ায় নিজেদের ট্যাঙ্কের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ভুলবশত ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে সৈন্যরা নিহত হয়।

এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জাবালিয়ায় ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যার কথা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। 

বুধবার (১৫ মে) একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন। 

ইত্তেফাক/এএইচপি