রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিক নিহত, আহত ১১  

আপডেট : ১৮ মে ২০২৪, ১৬:৩০

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। 

শনিবার (১৮ মে) সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। 

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরি হিসাবে। তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।
 
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/পিও