সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন শিক্ষক, ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ মে ২০২৪, ১৭:৫৪

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের থেকে ঘুষ নিচ্ছেন একজন শিক্ষক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ওই শিক্ষককে বরখাস্ত করে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাংঘর জেলায়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ৯ম শ্রেণির পরীক্ষা নিরীক্ষণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেন অভিযুক্ত শিক্ষক। শিক্ষার্থীরা জানিয়েছে, পরীক্ষায় পাস করানোর কথা বলে তাদের থেকে ৫০০ রুপি করে নিয়েছেন ওই শিক্ষক।

সিন্ধু শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে নোটিশ জারি করেছে।

এই ভিডিওটি পাকিস্তানের ম্যাট্রিক পরীক্ষায় দুর্নীতির প্রভাবের একটি চিত্র। দেশটিতে গত ৭ মে থেকে চলছে পরীক্ষা। ইতোমধ্যে প্রশ্ন ফাঁসসহ নানা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

সিন্ধু বোর্ড এবং বিশ্ববিদ্যালয় বিভাগ করাচির মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ইত্তেফাক/এসএটি