বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৪, ১৭:১৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫-৭ জন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের দুলন মিয়া ও বাহাদুরপুর গ্রামের কদ্দুস মিয়া। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে স্টিলবডি নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে নিহত শ্রমিকসহ আরও কয়েকজন। এমতাবস্থায় সকালে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক কুদ্দুস মিয়া নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচডি