বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি, হাসপাতালে ভর্তি

আপডেট : ২২ মে ২০২৪, ১৭:১২

রাঙ্গামাটিকে বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা (৫১) কে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি ভাত খাচ্ছিলেন। তাকে উদ্ধার করে বুধবার (২২ মে) ভোরে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার বিলাইছড়ি উপজেলার চার নম্বর বড়থলী পাড়ায় এ ঘটনা ঘটে। 

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল জানান, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতের গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আহত আতুমং মারমা জানান, তার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা (৫০) তাকে গুলি করেছে। তবে কোন কারণে গুলি করেছিল—তা জানাতে পারেননি তিনি।

রাঙ্গামাটির এএসপি আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং মারমার সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা করা হবে।  

ইত্তেফাক/ডিডি