ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে গভীর নলকূপের পাইপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ওই পাইপে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলেই জ্বলে উঠছে।
লোকমুখে বিষয়টি ছড়িয়ে পড়লে তা দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয় মানুষ।
নলকূপের মালিক গৃহবধূ পারভীন খাতুন বলেন, ‘প্রায় তিন বছর আগে পানি খাওয়ার জন্য গভীর নলকূপ দিয়েছি। নলকূপ দেওয়ার পর থেকেই বুদ্বুদ শব্দ শুনতাম, বিষয়টি তেমন পাত্তা দিইনি। দুদিন আগে আমার ছেলে দেশলাই কাঠি দিয়ে একটি পাইপের মাথায় আগুন দিলে তা জ্বলে ওঠে। এখন মনে হচ্ছে—এতে প্রাকৃতিক গ্যাস রয়েছে।’
নান্দাইল উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গ্যাসের চাপ আছে। খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’