শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত 

আপডেট : ২৩ মে ২০২৪, ২১:২৪

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার দেশটিরই এক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে ভারতীয় সীমান্তের ভেতর এ ঘটনা ঘটে। 

নিহত রাকেশ হোসেন (৩০) ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার উত্তর টেপুরগাড়ী এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
 
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয়রা জানায়, ভারতের পূর্ব টেপুরগাড়ী এবং বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম সদর উপজেলার ডাঙ্গা এলাকায় সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের কাছে ভোরের দিকে দুই দেশের পাঁচ-ছয়জনের একটি দল জড়ো হয়েছিল। ওই সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাকেশ গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এ ছাড়া ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
  
বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যুর তথ্য পেয়েছেন। তবে সীমান্তে গুলি ছোড়ায় প্রতিবাদ জানাতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে। 

ইত্তেফাক/পিও