মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পাওয়ার প্লেতে নড়বড়ে ব্যাটিং বাংলাদেশের 

আপডেট : ২৩ মে ২০২৪, ২৩:২৯

তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। এরপর পাওয়ার প্লেতে আরও এক উইকেট হারায় বাংলাদেশ।

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য। এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম।

২৯ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও শান্ত। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে ১৯ রান করে আউট হন তানজিদ তামিম। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।     

ইত্তেফাক/জেডএইউচ