বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট : ২৪ মে ২০২৪, ১৩:২৩

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। জীবন বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন রোহিঙ্গারা। 

শুক্রবার (২৪ মে) বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয় রোহিঙ্গাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাচ্ছে। প্রায় ঘন্টা খানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিভানোর কাজে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

ইত্তেফাক/কেকে