রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বার্সার কোচ হতে পারেন হানসি ফ্লিক!

আপডেট : ২৪ মে ২০২৪, ১৫:১০

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। চলমান মৌসুমের মধ্যেই ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ জানিয়ে দিয়েছিলেন, চলতি মৌসুম শেষেই দায়িত্ব ছাড়তে চলেছেন কাতালান ক্লাবটির। তবে পরবর্তী সময়ে ক্লাবটির সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, তিনি জাভিকে কোচিং দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন। 

এর মধ্যে কিছুদিন আগে জাভি নিজেও জানিয়েছিলেন যে তিনি থাকছেন। তবে এর মধ্যেই উড়ো খবর এসে যোগ হয় যে কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে কোচের, তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তার জায়গায়ই দায়িত্ব দেওয়া হতে পারে জার্মান কোচ হানসি ফ্লিককে।

এ বিষয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, জাভি বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন, তার শূন্যস্থানে ক্লাবটির প্রথম পছন্দ জার্মান ক্লাব হানসি ফ্লিক। রোমানোর মতে, প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের কোচ এখন বেশ কয়েক মাস ধরে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। এদিকে শোনা যাচ্ছে, জার্মান এই তারকা কোচ কাতালান ক্লাবের সঙ্গে আরো ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য স্প্যানিশ ভাষা শিখছেন।

ইত্তেফাক/জেডএইচ